ব্যার্থতার দীর্ঘশ্বাষ

ব্যার্থতার দীর্ঘশ্বাষ
---------------------------------------------
ব্যার্থতা আমার জীবনের সবথেকে বড়ো সফলতা;
কারণ ,তার আগাগোরা যন্ত্রণা দিয়ে মোড়া..
আর সফলতার ওজন ভারী;
তাই হাত-পা থাকতেও আমি খোঁড়া ।

যদি সফলতা আমার সঙ্গী হত;
আর,,আনন্দ আমার পার্টনার,
তবে,,আমার সব লেখনি ব্যার্থ হত,
আর, প্রেম-টা হত চুরমার ।

মাঝে মাঝে শুধু একটা দীর্ঘশ্বাষ;
পুরোনো ক্ষত মনে করায়,
কারণ, সিঁদুরে মেঘ দেখলে;
ঘরপোড়া গরুও ডরায় ।

তবে..,,সফলতা,ব্যার্থতা যায় হোক;
আমি সবারই দাস,
তবে ব্যর্থতা না থাকলে, আমি তো একটা
মজ্জা বিহীন লাশ ।।
              

                                 -শৌভিক দাস

Comments